রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ‍্যালয়
Raichata Premashia Adarsha High School
রায়ছটা, বাঁশখালী, চট্টগ্রাম
EIIN-104077
Estd. 1993
www.rpahsb.edu.bd

নোটিশ সমূহঃ


Date Notice Tittle Download
16 Nov, 2025 ২০২৫ সালের ৯ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন সংক্রান্ত Download
16 Nov, 2025 ২০২৫ সালের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনে eSIF এ স্বাক্ষর চলতেছে । কোন শিক্ষার্থীর নিজ নাম, পিতার নাম, মাতার নাম জন্ম তারিখ, লিঙ্গ,বিষয় কোন ভুল পরিলক্ষিত হলে অবশ্যই শ্রেণি শিক্ষক কে আগামী ২৫/০৯/২০২৫ তারিখের মধ্যে জানানোর জন্য। তবে ৮ম শ্রেণির সব তথ্য ২০২৩ সালের ৬ষ্ঠ শ্রেণি মোতাবেক হবে। No file
21 Sep, 2025 ২০২৫ সালে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনে eSIF এ স্বাক্ষর চলতেছে । কোন শিক্ষার্থীর নিজ নাম, পিতার নাম, মাতার নাম জন্ম তারিখ, লিঙ্গ,বিষয় কোন ভুল পরিলক্ষিত হলে অবশ্যই শ্রেণি শিক্ষক কে আগামী ২৫/০৯/২০২৫ তারিখের মধ্যে জানানোর জন্য। তবে ৮ম শ্রেণির সব তথ্য ২০২৩ সালের ৬ষ্ঠ শ্রেণি মোতাবেক হবে। No file
22 Jul, 2025 আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা পেতে হলে প্রত্যেক শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। তাই যে শিশুর ডিজিটাল জন্মনিবন্ধন নাই তারা দ্রুত ডিজিটাল জন্মনিবন্ধন সনদ করে নিন। মনে রাখবেন, সরকারি ব্যবস্থাপনায় আপনার শিশুকে টাইফয়েড টিকা দিতে হলে ডিজিটাল জন্মনিবন্ধন নিশ্চিত করুন এবং পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকা দেওয়ার সময়সূচী ঘোষিত হবার পর টিকা দেওয়ার জন্য শিশু ও ডিজিটাল জন্মনিবন্ধন সনদ সহ EPI সেন্টারে নিয়ে আসুন। https://vaxepi.gov.bd এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন। ইতিমধ্যে আপনারা জানেন যে জরায়ুমুখের ক্যান্সার এইচপিভি(HPV) ভ্যাকসিন দেওয়া হয়েছিল। যারা তখন নিবন্ধন করেছেন তাদের আর নতুন করে নিবন্ধন লাগবেনা। তারা vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে লগইন করবেন এবং টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যাদের করা নাই তারা দুইবার এ কাজটি করতে হবে।প্রথমে নিবন্ধন করতে হবে এবং দ্বিতীয়বার টাইফয়েডের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যারা পূর্বে রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু মোবাইল নাম্বার ভুলে গেছেন তারা ফরগেট মোবাইল নাম্বার অপশনে গিয়ে মোবাইল নাম্বার বের করতে পারবেন।না পারলে মোবাইল নাম্বার পরিবর্তন করে লগইন করতে পারবেন।শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করলেই বুঝতে পারবেন। #typhoidvaccinationcampaign2025 No file
21 Jul, 2025 রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক ও কর্মচারীর পরিষদ ও সকল শিক্ষার্থী গভীর শোকাহত। Download
09 Oct, 2023 বার্ষিক মূল্যালয় পরীক্ষার সময়সূচি Download
09 Oct, 2023 রেজিষ্ট্রেশন কার্ড বিতরণ ২০২৪ সালে Download
05 Oct, 2023 JSC-2018ইং নতুন ও পুরাতন ছাত্র ছাত্রীদের ফরম পুরুন আগামী ২১-০৭-২০১৮ইং হতে চলেব | No file